চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (১৬ জানুয়ারি) পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ভোটে অনিয়ম এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ভোট কক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী। সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে তিনি এ ঘোষণা দেন ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোট কেন্দ্রে ভোটারদের জোর করে নৌকায় ভোট দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। প্রভাব বিস্তার করা হচ্ছে কেন্দ্র থেকে কক্ষ পর্যন্ত।’
তার দাবি, নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলাবাহিনীকে বলেও কোনো লাভ হয়নি। তাদের সামনে বসে অনিয়ম হলেও তারা ব্যবস্থা নেয়নি। ভোটে কারচুপি হচ্ছে, আর এর সাথে সরকারের লোকজনই জড়িত বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।
কামরুল ইসলাম হোসাইনী আরো বলেন, ‘আমার এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে নৌকার সমর্থকরা বের করে দেয়। ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের কেউ কর্ণপাত করেনি। পরে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে নির্বাচন বর্জন ও প্রার্থিতা প্রত্যাহার করেছি।'
নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন এবং মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বাঁশখালীর ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার ফাহিমা আক্তার বলেন, প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি।
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার আয়েশা সিদ্দিকা বলেন, সকাল সকাল কোনো রকম ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। ইভিএমে খুব তাড়াতাড়ি ভোট দিতে পেরেছি।
বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের নেতৃত্বে পুলিশ, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে। বাঁশখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোটকেন্দ্রে ভোট চলছে। ভোটকক্ষ ৮৭টি। ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।