আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
সন্দ্বীপে শান্তি সমাবেশে বিএনপি নেতারা

ফ্যাসিবাদের পতনে শঙ্কা মুক্ত দেশ, দেশ গঠনে কাজ করবে বিএনপি

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ১৪ অগাস্ট ২০২৪ ০৮:৪৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারের পতনের পর চট্টগ্রামের সন্দ্বীপে সারিকাইত ইউনিয়নে শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখার লক্ষ্যে সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে সন্দ্বীপে সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশ ঘিরে  সারিকাইত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

 

এসময় উপজেলা বিএনপির যুগ্নআহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাবেশের প্রধান বক্তা এম এ আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন, কৃষক দলের সভাপতি কাজী জসিম, তাতিঁ দলের সভাপতি মাহফুজুর রহমান সুমন,উপজেলা ছাত্রদলের সদস্য কামরুল হাসান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত রাজু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরনবী,সদস্য সচিব ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মন্ঞ্জুর, সদস্য সচিব কিবরিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু সাঈদ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

 

সমাবেশে বক্তরা বলেন , শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং আওয়ামী সন্ত্রাসীদের সকল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতা কর্মীরা স্বচ্ছার রয়েছেন বলে জানান। সকল অপরাধে অপরাধীর বিচার আইনের মাধ্যমে হবে। এবং ৪ আগস্টের আগ পর্যন্ত যে সকল আওয়ামী সন্ত্রাসীরা শান্তিপ্রিয় মানুষের উপর অত্যাচার অবিচার করেছেন, তারা আবার ৫আগস্ট ছাত্র জনতার বিজয়ের সমাবেশে এসে শান্তিপ্রিয় মানুষের উপর হামলা, দোকানপাট ভাংছুর ও সংখ্যা লঘুদের উপর অত্যাচার করা শুরু করেছে। সে সমস্ত সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্যে জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের নির্দেশনা দেন।

এছাড়াও বক্তরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল জাতীয় বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এ ছাড়া ও কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ১৩ আগষ্ট বিকেল ৩ টায় সন্দ্বীপের প্রত্যাকটি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যেগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।