আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

ফটিকছড়িবাসী পেল ভারতের দেয়া বিশেষ এ্যাম্বুলেন্স

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ১০:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

করোনাভাইরাস যৌথভাবে মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশকে দেয়া ভারতের উপহারের এনআইসিও সুবিধা সম্বলিত ১০৯টি বিশেষ এ্যাম্বুলেন্সের একটি পেল ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৫ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল মাইজভান্ডারীর হাতে এ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজিব রঞ্জন। 

এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ জহরুল হক কলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাবিল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব তৈয়বুল বশর মাইজভান্ডারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন প্রমূখ। 

এতে প্রধান অতিথির বক্তব্যে মাইজভান্ডারী বলেন,'ভারত-বাংলাদেশের বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে। বিশ্বের কোনো শক্তিই এটিকে বিচ্ছিন্ন করতে পারবে না। মাঝে মাঝে কিছু স্বাধীনতাবিরোধী, মৌলবাদী শক্তি দু-দেশের সম্পর্ককে বিনষ্ট করতে চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা সফল হবে না। কারণ বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি হলো আস্থা ও বিশ্বাস।