আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

ফটিকছড়িতে বিজয় দিবসে উপলক্ষে পাইন্দং ইউনিয়ন বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। 

 

১৫ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিমুল হক লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি পৌর বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন। 

 

এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন, উপজেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী। 

 

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক সাইফুদ্দিন সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু আজম তালুকদার, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম,  মহিউদ্দিন আজম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, জিয়াদ মাহমুদ চৌধুরী,  মো: দৌলত মিয়া, মো: তাজুল ইসলাম, বদিউল আলম কন্ট্রাক্টর, যুবদল নেতা মশিউর রহমান মুশু, মোজাহারুল ইকবাল লাভলু, শাহাবুদ্দিন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মহিউদ্দিন মেসি, দিদার প্রমূখ।