আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে পৃথক অভিযানে দুইজনকে অর্থদন্ড, বালু জব্দ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : সোমবার ২৪ জুন ২০২৪ ১০:২৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের ফতেপুরস্থ তেরপারই খালের মিলিত স্থান হালদা নদীর মোহনায় প্রজনন মৌসুমে নিষিদ্ধ ঘোষিত জাল পেতে মাছ শিকারের অপরাধে দুই ব্যক্তিকে আটক করে অর্থ দন্ড দেয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৩ জুন  (রবিবার) রাত ১০ দিকে ওই এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

জানা গেছে, হালদা নদী ও তেরপারই খালের মোহনায় নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময়  স্থানীয় দুই ব্যক্তিকে জালসহ হাতে নাতে আটক করে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

অন্যদিকে, সোমবার (২৪ জুন) সকালে  উপজেলার ধর্মপুর ও রাউজান সীমান্তবর্তী সর্তা খালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।  এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত ৫ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি করে সমুদয় টাকা রাষ্ট্রীয় কেষাগারে জমা দেয়া হয়।

জানতে চাইলে নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।