আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১
এস্কেভেটর ও ডাম ট্রাক জব্দ

ফটিকছড়িতে টিলা কেটে জমি ভরাটের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : সোমবার ৩ জুন ২০২৪ ০৭:১৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির নারায়নহাটে টিলা কেটে কৃষি জমি ভরাটের দায়ে মো. রমজান আলী নামে এক যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রসাশনের ভ্রাম্যমাণ আদালত। রমজান আলী ওই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র। এসময় মাটি কাটার কাজে ব্যবহত ১টি এক্সেভেটর ও ২টি ডাম ট্রাক জব্দ করা হয়।  ৩ জুন(সোমবার) ভোর ৪টায় নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন। এতে ভূজপুর থানা পুলিশ, আনসার ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

 

তিনি জানান, অভিযানে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ মতে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় তাৎক্ষণিক অর্থদন্ড পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।