ফটিকছড়িতে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে আব্দুল আজিজ সাগর(২৪) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ মে (রোববার) বিকালে ভূজপুর থানার ভূজপুর গালর্স স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা ভুজপুর গালর্স স্কুলের ষষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে সাগর নামের ঐ যুবক প্রতিদিন ইভটিজিং করে আসছে। এলাকাবাসীরা তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়া হলে তারা এসে যুবককে আটক করে। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেয়া হলে তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে ঘটনা প্রমানিত হলে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও পরবর্তীতে এ কাজ করবেনা বলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় হয়। সে ভুজপুর ইউনিয়নের ৫ ওয়ার্ড সন্দীপ পাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মুরাদুল ইসলাম জানান, সাগর নামের ছেলেটি ঐ ছাত্রীকে প্রতিদিন উত্ত্যক্ত করত। ঘটনার আগের দিন এক মহিলার সহায়তায় ছাত্রীটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। যুবকের পরিবারের লোকজন ভয়ভীতি এতে দেখালে কাজিরহাট সংলগ্ন এলাকায় মেয়েটিকে রেখে যায়। ঘটনার দিন কয়েকজন ছেলেপেলে এনে ছাত্রীর বাড়ীর পাশে চিৎকার চেচামেচি করতে থাকলে আমরা গিয়ে ছেলেটিকে আটক করি। এসময় অন্যরা পালিয়ে যায়। পুলিশে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি বলেন, অপরাধ প্রমানিত হওয়ায় সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে আটক যুবককে ছেড়ে দেয়া হয়েছে।