ফটিকছড়ির কাঞ্চননগরে প্রতিপক্ষের গুলিতে রেদাশা মারমা (২৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১ জুন) গভীর রাতে ইউনিয়নের ছাইল্লাচর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রেদাশা ওই এলাকার নেদাক্কা মারমার ছেলে এবং ইউপিডিএফের স্থানীয় প্রসীত গ্রুপের কর্মী বলে জানা গেছে। এ সময় নিহতের মা সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে পাশ্ববর্তী মানিকছড়ি হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। ততক্ষণে লাশ দাহ করা হয়েছে। মূলত ইউপিডিএফ থেকে বের হওয়ায় তাকে মেরে ফেলা হয়। এ বিষয়ে কারো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা এই ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করেছেন।