আজ রবিবার ৩০ জুন ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১

ফটিকছড়ি দুই ইউপির মেম্বার পদে উপ-নির্বাচন ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ০৯:৪৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের (ইউপি) শূন্য সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৭ জুন (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা।

 

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন , ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ১১ জুলাই ও ইভিএমে ভোটগ্রহণ ২৭ জুলাই।

 

 

জানা যায়, ভুজপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. এরশাদকে পরিষদের শৃঙ্খলাভঙ্গ, চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বের জেরে বহিষ্কার ও সুন্দরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. শহীদুল্লাহ সিকদার পদত্যাগ করায় পদটি শূন্য হয়।