আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ফটিকছড়িতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় দুই যুবককে অর্থদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ মে ২০২২ ০৮:৩২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে ইভটিজিং করার অপরাধে আসিফ ও মুন্না নামে দুই যুবককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩১ মে (মঙ্গলবার) দুপুরে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করা, অশালীন কথাবার্তা বলা ও বিনা অনুমতিতে মোবাইলে ছাত্রীদের ভিডিও ধারণ করার অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ হাজার টাকা করে দুইজনকে এই অর্থদণ্ড দেওয়া হয়। তারা হলো হাজিরখিল এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মোহাম্মদ আসিফ ও শামসুল আলম বাবুলের পুত্র মোহাম্মদ মুন্না।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি জানিয়েছেন, দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা লংঘনের অপরাধে দুই জনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তারা এ ধরনের অপরাধ আর করবেনা মর্মে মৌখিক মুচলেকা দিয়েছে। ইভটিজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।