আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

নায়ারণগঞ্জে বয়লার দুর্ঘটনায় মিরসরাইয়ের আবু হানিফ নিহত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : রবিবার ১৬ জানুয়ারী ২০২২ ০৬:০৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

নায়ারণগঞ্জে বয়লার ব্যাক ফায়ার হয়ে অপারেটর আবু হানিফ (৫০) নিহত হয়েছেন। তিনি গাজিপুর পেপার মিলস লিমিটেড এর বয়লার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দিবাগত রাত ২টায় কারখানায় কর্মরত অবস্থায় বয়লার ব্যাক ফায়ার হয়ে আবু হানিফ মৃত্যুবরণ করেন। এসময় আহত হন সহকারী বয়লার পরিচালক মুন্সীগঞ্জ জেলার আবদুল হক ও বরিশাল জেলার মো. হাফিজ মিয়া। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আবু হানিফ মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের এছাক ড্রাইভারহাট এলাকার চর খন্দকার বাড়ির মোহসেন মিস্ত্রির ছেলে। রবিবার (১৬ জানুয়ারি) রাত দশটায় আবু হানিফের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করার কথা রয়েছে। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলের জনক ছিলেন।

বাংলাদেশ বয়লার পরিচালক কল্যাণ এসোসিয়েশনের সহ-সভাপতি মো. ছলিম উল্যাহ দুলাল বলেন, বয়লার ব্যাক ফায়ার হয়ে আবু হানিফ ঘটনাস্থলে মারা যান। এসময় তার দু’জন সহকারিও আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার দুপুরে আবু হানিফের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। একই দিন রাত দশটায় গ্রামের বাড়িতে তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।