আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

নাসিরাবাদে স্পিকার্স কাউন্সিল লিমিটেড অফিসে গ্রিল কেটে চুরি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১৮ ডিসেম্বর ২০২৩ ০১:২৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্পিকার্স কাউন্সিল লিমিটেড অফিসে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৬ই ডিসেম্বরের আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ ৮ লক্ষ টাকা, ১ টি ল্যাপটপ, ল্যাপটপ চার্জার ২ টি, ফোন চার্জার ১ টি, ডিএসএলআর ক্যামেরা ১ টি, বাটন ফোন ২ টি সহ মোট ১০ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে। চুরির ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাঁচলাইস থানার এডিসি  আরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা ও তদন্ত কর্মকর্তা মোকাম্মেল হোসেন। মালামাল উদ্ধারে একটি সাধারণ ডায়েরি করেছেন স্পিকার্স কাউন্সিল লিমিটেড এর সিইও ইমরান আহমেদ। চুরির ব্যাপারে তিনি জানান, অফিসের নিচতলার একটি জানালার গ্রিল কেটে কিছু দুর্বৃত্ত চুরির ঘটনা ঘটিয়েছে। অফিসের মূল্যবান কিছু জিনিসপত্র ও নগদ অর্থ মিলে সর্বমোট ১০ লক্ষ টাকার অধিক চুরি করে নিয়ে গেছে। চোরেরা  মূলত অফিসের পেছনের জানালা দিয়ে ঢুকে এবং সকল ক্যামেরা বন্ধ করে চুরির ঘটনা ঘটায়। 

স্পিকার্স কাউন্সিল লিমিটেড মূলত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিসিয়াল পার্টনার।



সবচেয়ে জনপ্রিয়