আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

নাজিরহাটে শিশুদের জন্ম-নিবন্ধন নিশ্চিতে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৮:১৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

"জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন" এই প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় ১ বছর বয়সের কম সকল শিশুদের অনলাইন জন্ম নিবন্ধন করণের প্রয়োজনীয়তা ও কর্মপদ্ধতি সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ৫ ডিসেম্বর) দুপুরে নাজিরহাট পৌরসভা কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রসাশক মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় নাজিরহাট পৌর এলাকায় ০ থেকে ১ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন নিয়ে  আলোচনা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: হাসানুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুজ্জামান, সমবায় অফিসার আবদুল শহিদ ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ, স্বাস্থ্য সহকারী ডা: অনিক গুহ, সুমন মণ্ডল, পৌর এলাকার সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।