আজ শনিবার ১১ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ভোক্তা অধিকার সেমিনার

মো: ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ২৪ নভেম্বর ২০২১ ০৫:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০২১ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার সময়  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি  উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। সেমিনারে ভোক্তা অধিকার আইনের উদ্দেশ্য, জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারের বিষয়, অভিযোগের নিয়মাবলি, বাজার তদারকিসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। 

এতে অন্যদের মধ্যে মতামত দেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, আলম,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি থানা'র প্রতিনিধি পুলিশ অফিসার অরুন চাকমা,নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটির  সভাপতি ইয়াহিয়া খান মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর প্রমুখ। সংবাদ মো:ইফসান খান ইমন ,নাইক্ষ্যংছড়ি