আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩শে ভাদ্র ১৪৩১

নাইক্ষ্যংছড়ি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে,৫৪৪ জনের মধ্যে পাশ করেছে ৩৪৪ জন

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ১০:০৯:০০ অপরাহ্ন | শিক্ষা

এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম কলেজ কেন্দ্রে 

৫৪৪ পরীক্ষার্থীর মধ্যে  পাশ করেছে ৩৪৪ জন শিক্ষার্থী। 

এ কেন্দ্রে অংশ নেন ২ টি কলেজ। একটি কেন্দ্র কলেজ অপরটি হলো বাইশারী স্কুল এন্ড কলেজ। 

নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম কলেজ

অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম বলেন তার কলেজে পরীক্ষার্থী ৪৬০ জন। অনুপস্থিত ছিলো ৪ জন। বাকী পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩০২ জন।

 

বাইশারী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ওমর ফারুখ বলেন,তার কলেজে পরীর্ক্ষী ছিলো ৮৮ জন। অনুপস্থিত ছিলো ২ জন। পাশ করেছে ৪২ জন।

 

ফলাফলের অবস্খ নিয়ে তিনি এ প্রতিবেদককে বলেন,পাহাড়ি জনপদের এ কলেজ শিক্ষার আলো ছড়াতে শুরু করেছে মাত্র।

করোনার প্রভাব,পিছিয়ে পড়া জনপদ,দুর্বল শিক্ষার্থী,অচেতন অভিভাবক ও অন্যান্য কলেজে  ভর্তি হতে ব্যর্থ শিক্ষার্থী এখানে ভর্তি হয়। তবুও তার কলেজের  শিক্ষক ও কতৃপক্ষের ঐকান্তিক চেষ্টায় ফলাফল এতো টুকুন হয়েছে। 

তিনি এ ফলাফল আরো ভাল করতে 

নানাবিদ উদ্যোগ নেবেন বলেও জানান এ প্রতিবেদককে।