বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ডা: মোস্তফা কামাল লালু কে সভাপতি ও সাইফুদ্দিন মামুন শিমুলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শুক্রবার (১৬সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের কলেজ অডিটোরিয়াম ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি বাবু প্রজ্ঞাসার বড়ুৃযা।
উপজেলা কৃষক লীগের সভাপতি ডা: মোস্তফা কামাল লালু সভাপতিত্বে ও কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুলের সঞ্চালনায়
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা। উক্ত ত্রি- বার্ষিক সম্মলনে অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি আকবর আলী খাঁন,বান্দরবান জেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও বান্দরবান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম, জাহাঙ্গীর আলম, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,
বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বাবু চৌধুরী প্রকাশ বুড়ুয়া,বাংলাদেশ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রেজাউল করিম,সহ- আন্তর্জাতিক বিয়য়ক সম্পাদক আরমান চৌধুরী,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো: ইমরান, সদর ইউনিয় পরিষদের চেয়ারম্যান,নুরুল আবছার ইমনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামীলীগ, কৃষকলীগ ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা লীগের বিভিন্নস্তরের নেতা-কর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ডা: মোস্তফা কামাল লালু কে সভাপতি ও সাইফুদ্দিন মামুন শিমুল কে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদী নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য: দীর্ঘদিন পর কৃষকলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।