আজ শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

দুই প্রার্থীর কর্মীদের সংঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ০৪:১১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 

চট্টগ্রামের আনোয়ারায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে এক যুবক নিহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বুধবার বেলা ১১টার দিকে এ সংঘাত হয়। 

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম অংকুর দত্ত (৩৫)।  তিনি সিংহরা দত্তবাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে। সকালে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়েন।

এ তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান। তিনি বলেন, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ায়।

এ সময় ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় অংকুরকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাতরী ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ও রঘুনাথ সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।  এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দুই প্রার্থীর কারও বক্তব্য পাওয়া যায়নি।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়