আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

ডামি নির্বাচন বাতিল ও শেখ হাসিনার পদত্যাগ এর দাবীতে চট্টগ্রামে আইনজীবীদের কালো পতাকা মিছিল এর কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১৫ জানুয়ারী ২০২৪ ১২:৩৩:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

ডামি নির্বাচন বাতিল ও ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ এর দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে ১৪ জানুয়ারি রোববার বেলা ২টায় নতুন আদালত ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট চট্টগ্রাম এর আহবায়ক সাবেক মহানগর পিপি এডভোকেট আবদুস সাত্তার এর সভাপতিত্ব এবং ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের চিফ কো-অর্ডিনেটর এড. মোঃ জহুরুল আলমের সঞ্চালনায়  আইনজীবীদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিমউদ্দীন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর এড, মোঃ শামসুল আলম ও এড. শাহাদৎ হোসেন,  প্রমুখ আইনজীবী নেতৃবৃন্দ। সভাস্থলে আইনজীবী নেতৃবৃন্দ ডামি নির্বাচন বাতিল ও ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ এর আহবান জানিয়ে  এবং অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়া, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, মীর্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ বিরোধী দলের সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ত্বত্তাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবি করেন। সভা শেষে আইনজীবীদের বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।



সবচেয়ে জনপ্রিয়