আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৭ জুন ২০২২ ০৯:১০:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের উখিয়া ক্যাম্প-১৯ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গা অপরাধীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) সদস্যরা।

ধৃতরা হলো মৃত আজিজ আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুক (২৬), মৃত চাঁদ মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (৪২), মো. সৈয়দুল বাশারের ছেলে সৈয়দ উল্লাহ (২৬), নুর আলমের ছেলে মোহাম্মদ আব্দুল হাই (২৯)। তারা প্রত্যেকে উখিয়া ক্যাম্প-১৩ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।

রবিবার (২৬ জুন) ক্যাম্প-১৯ এর এ/৮ ব্লকে রাস্তা সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি বলেন, ক্যাম্প-১৯ এর এ/৮ ব্লকে রাস্তা সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা মাঠে ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে চার রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আটটি রামদা, দুটি ছুরি, শাবল ও চাপাতি উদ্ধার করা হয়।

চার রোহ্ঙ্গিাকে জব্দ করা অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।