আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে কাভার্ড ভ্যানের ডাক্কায় দুই রোহিঙ্গা যাত্রী নিহত

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : সোমবার ২০ জুন ২০২২ ১১:৫৪:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে কাভার্ড ভ্যানের ডাক্কায় টমটম গাড়ির দুইজন রোহিঙ্গা যাত্রী নিহত হয়েছে। তারা হল, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

 

সোমবার (২০জুন) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

এ সময় আরও ৪ জন আহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। 

 

নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি ঘটনাস্থলে রয়েছে। 

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ সংবাদকর্মী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কক্সবাজার দিক থেকে রোহিঙ্গা ক্যাম্পমুখী কাভার্ড ভ্যান (যার নং-ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০) গাড়িটি তেচ্ছিব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কেউ আটক হয়নি। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।