দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী এক বছর থাকলেও দেশের ছোট রাজনৈতিক দল গুলোর মাঝে শুরু হয়েছে নির্বাচনের প্রস্ততি। প্রার্থীতা নিশ্চিত করতে দলের নেতারাও শুরু করেছে দৌঁড়-ঝাপ। এরই মাঝে চট্টগ্রাম ১৩ আসনে(আনোয়ারা-কর্নফুলী) দলের প্রার্থীতা ঘোষণা করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম)। দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে দলের প্রথম পর্যায়ে ৩০ জন প্রার্থীর নাম ঘোষণার মধ্যে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে দলের চট্টগ্রাম মহানগরের সভাপতি মো এমরান চৌধুরীকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। এমরান চৌধুরী আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম শাহ আলম সওদাগর ছেলে। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) এর চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক,কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সম্পাদক, কন্দ্রীয় নির্বাহী কমিটির যগ্ম-সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে চট্টগ্রাম মহানগরের সভাপতির দায়িত্বে রয়েছেন। এক প্রতিক্রিয়ায় এমরান চৌধুরী বলেন আমার দল স্বাধীনতার পক্ষের শক্তিতে বিশ^াসী। অসাম্প্রদায়ীক রাজনীতিতে আমি বিশ^স করি। আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের শাসন আমলে অর্থ পাচার করেছে, ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেটে কারসাজি করেছে। আনোয়ারা-কর্ণফুলীতে টানেল,শিল্প কারখানা এসব ভৌগলিক কারনে হয়েছে। কিন্তু এখানকার লোকজনের অধিকাংশ এখনো বেকার। আমি নির্বাচিত হতে পারলে শিক্ষার মান্নোয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বেকারত্ব নিরসনে কাজ করব। মানুষের ন্যায় দাবীর পক্ষে আমি কাজ করতে চাই। আগামী নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে অবশ্যই সাধারন মানুষ আমাকে সিংহ মার্কায় ভোট দেবে। এদিকে দলের প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর এমরান চৌধুরী এলাকার বিভিন্ন পেশার লোকজনের সাথে মতবিনিময় শুরু করেছেন। এতে তিনি সাড়াও পাচ্ছেন বলে জানা যায়।