আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

জরিমানা নয়, জনসচেতনতা সৃষ্টিতে মাঠে ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৬ জানুয়ারী ২০২২ ০৩:২৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রথমে জরিমানা না করে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের পাঁচলাইশ ও কাতালগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় করোনার সংক্রমণ প্রতিরোধে সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়মিত মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সচেতন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলামসহ আরও চারজন ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম বলেন, প্রথমে আমরা স্বাস্থ্যবিধি প্রতিপালনে সতর্ক ও সচেতন করছি। পরে এ বিষয়ে কঠোর হবো, জরিমানার দিকে যাবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হচ্ছে।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়