আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চবিতে বিশ্ব ব্যাংকিং অর্জনে সন্দ্বীপ সন্তান অধ্যাপক ড. ইদ্রিস আলম এর অবদান

সন্দ্বীপ প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৪ জুন ২০২৪ ০৪:৩৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

টাইমস ইমপ্যাক্ট রাঙ্কিং এ টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সেরাদের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গবেষণা ও কর্মকাণ্ড এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।

ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. ইদ্রিস আলম বলেন এ অর্জনে অবদান রাখতে পারে আমি আনন্দিত। ২০২০-২০২৪ সালে আমি মোট ৭১ টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক Q1 জার্নালে প্রকাশ করেছি। উপযুক্ত গবেষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্র্যাংকিং পেতে সাহায্য করেছে। এসব গবেষণা সম্পাদন ও প্রকাশে মোট চার কোটি টাকার অধিক খরচ হয়েছে যা আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে প্রদান করা হয়। এটা চলমান থাকবে।

প্রফেসর ড. ইদ্রিস আলম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে তার দ্বিতীয় স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনায় তার দক্ষতা বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের এজেন্সি সহ বহিরাগত সংস্থাগুলির সাথে জড়িত থাকার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সরকার এবং এর নাগরিকদের জন্য উল্লেখযোগ্য স্বীকৃতি এনেছে।