বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা কনফারেন্স হলরুমে সহকারি কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা। তিনি বলেন আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যত। তিনি আরোও বলেন আজ যে গোলাপের সুগন্ধি পাচ্ছি ১৯৭৫ সালে ঘাতকরা শিশু রাসেলকে হত্যা না করলে আমরা গোলাপ ফুলের বাগান পেতাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমা ভট্টাচার্য্য, যুব উন্নয়ন কর্মকর্তা আনম ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা ইনসট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, মৎস্য কর্মকর্তা হাসান আহছানুল কবির, তথ্য কর্মকর্তা শাপলা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা ও এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় বক্তরা শিশু শিক্ষার হার বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিশু মুত্যহার কমানো, শিশু শ্রম বন্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন এবং সভা শেষে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা। পরে শেখ রাসেল দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদেকে দোহাজারী পৌরসভা প্রশাসন কর্তৃক, দোহাজারী পৌরসভাধীন পূর্ব জামিজুরী অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়সহ উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন করতে দেখা গেছে। উল্লেখ্য যে, মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা অঞ্চলের ধানমন্ডিতে ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ১৮ অক্টোবর, ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্র্যান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে মা বেগম ফজিলাতুন নেছা মুজিবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। পাঁচ ভাই-বোনের মধ্যে অন্যরা হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামাল, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা শেখ জামাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ রেহানা এবং শহীদ শেখ রাসেল।