আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

চন্দনাইশে দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৪:৪৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

"বন্ধ হলে দুর্ণীতি, উন্নয়নে আসবে গতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর ( বৃহষ্পতিবার ) ১২ টায় উপজেলা কনফারেন্স হলরুমে সহকারী কমিশনার ( ভূমি ) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্ণীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোঃ মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন- চন্দনাইশ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরশাদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখে- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, দুর্ণীতি দমন কমিশনের চট্টগ্রাম -২ এর উপ পরিচালক মোঃ আতিকুল আলম, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা , কমিটির সিনিয়র সহ সভাপতি আবু তাহের চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সহ সভাপতি খুরশিদ রোকেয়া, সদস্য আব্দুল মন্নান, অধ্যাপক এয়াকুব নবী, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, তথ্য কর্মকর্তা শাপলা খাতুন, পল্লী বিদ্যুতের ডিজিএম আবু সুফিয়ান, বন কর্মকর্তা ফরেস্টার আতিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।