আজ বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১,আক্রান্ত ১০৪

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ১২:০১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রামে নতুন করে আরও ১০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮৯ শতাংশ।

 

রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৬ জন।

 

অউঠঊজঞওঝঊগঊঘঞ

 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৮৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৬ জনের মধ্যে সাতকানিয়া ২, বাঁশখালীতে এক জন, আনোয়ারায় ২, রাউজানে ২, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ২ ও সীতাকুণ্ড  উপজেলার ৪ জন বাসিন্দা রয়েছেন।

 

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার  ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৬৬৩ জন। বাকি ২৮ হাজার ৪২১ জন বিভিন্ন উপজেলার।

 

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

 

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়