আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ২০৭

Author Thedaily Shangu | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ১২:২৩:০০ অপরাহ্ন | জাতীয়

 

চট্টগ্রামে নতুন করে আরও ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক শূন্য এক শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। 

 

মঙ্গলবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ১১৯ জন।

 

 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১৮৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২০ জনের মধ্যে সাতকানিয়ার ৩, আনোয়ারায় ২, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়া ১, রাউজানে ৫, ফটিকছড়িতে ২ ও হাটহাজারী উপজেলার ৫ জন বাসিন্দা রয়েছেন।

 

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার  ৪১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৯৫১ জন। বাকি ২৮ হাজার ৪৫৯ জন বিভিন্ন উপজেলার।

 

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

 

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।