আজ মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এক দিনে করোনা শনাক্ত ১৩৪৮, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ১০:০১:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

 

 

 

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন ৩ জন।

 

মঙ্গলবার প্রথম প্রহরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১৯ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

 

লোহাগাড়ার ১৮, সাতকানিয়ার ১৬, বাঁশখালীর ১৩, আনোয়ারার ৩০, চন্দনাইশের ২১, পটিয়ার ৩৮, বোয়ালখালীর ৩৪, রাঙ্গুনিয়ার ৪১, রাউজানের ৪০, হাটহাজারীর ৫০, ফটিকছড়ির ৫৯, মিরসরাইয়ের ৪০, সীতাকুণ্ডের ১৭ ও সন্দ্বীপ উপজেলার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮২ হাজার ৭৮০ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

 

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৮ জনের।

 

 

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।



সবচেয়ে জনপ্রিয়