আজ মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ই কার্তিক ১৪৩১

চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’ ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো: নুরুল আলম চৌধুরী : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ০৯:২৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’ ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, মানববন্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দীনের সঞ্চালনায় ও বিভাগীয় নির্বাহী সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জননেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ছালামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএইচআরসি চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ও সিনিয়র ডেপুটি গর্ভনর মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকবাল, সহ-সভাপতি বিশিষ্ট রোটারিয়ান ব্যবসায়ী নেতা মোঃ আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম রহমান কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও রেটারিয়ান মোঃ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মোঃ কালাম, এড. আকসাদুর রহমান, এড. নাসির উদ্দিন রনি, এড. নাসরিন আক্তার চৌধুরী, অধ্যাপক বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধার প্রজন্ম সন্তান মোঃ নুর হোসেন, নেহাল আজম সোহেল, মীর তৌহিদ চৌধুরী, গাজন হক পারুল, সোহেল আহমদ, জসিম উদ্দিন, কাউসার পারভীন, আরাফাত, মোশারফ হোসেন, আসিফ, মনসুর, মোঃ টিপু, ডা. আবু বক্কর, মোঃ শফিকুর রহমান, আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৭ সালের ১০ই জানুয়ারি এ সংগঠনের জন্ম হয়। সংগঠনটি জন্মলগ্ন থেকে অসহায়, নির্যাতিত ও নিপীড় মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের অক্লান্ত পরিশ্রমে ফসল আজ বর্হিবিশ্বের একই দিনে এ দিবসটি পালন করা হচ্ছে। মানবাধিকার কর্মীদের গুরুত্বপূর্ণপূর্ণ দায়িত্ব নিয়ে বাংলাদেশের সমস্ত শাখাগুলোতে লিগ্যাল এইট ও শালিশী বৈঠকের মাধ্যমে কাজ করে যাচ্ছে।



সবচেয়ে জনপ্রিয়