কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. লিটন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কোনাখালীর মাতামুহুরী নদীর কইন্যারকুম পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে। নদীতে মারা যাওয়া যুবক লিটন কোনাখালী ইউনিয়নের পুরিত্যাখালী পূর্বপাড়ার এলাকার মো. রফিক উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাতামুহুরী নদীর কইন্যারকুম পয়েন্ট এলাকায় জাকি জাল নিয়ে মাছ ধরতে যায় লিটন। একসময় নদীতে জাল ফেললে তা আটকে যায়। ওই জাল তোলার জন্য পানিতে ডুব দেয় লিটন। এরপর থেকে পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীরা লোকজন পানিতে নেমে বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। নিখোঁজের চার ঘন্টার পরে (বেলা ২টার) দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, মাতামুহুরী নদীর কন্যারকুম পয়েন্টে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছেন বলে তিনি জানান। ##