কারও মিটিং। কারও জরুরি কাজ। কারও অনুষ্ঠানের অতিথি আসবেন ঢাকা থেকে। কিন্তু কুয়াশার কারণে শিডিউল ফ্লাইট দেরিতে আসছে। তাই উদ্বেগে অপেক্ষমাণ যাত্রী ও স্বজনরা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত ঢাকা থেকে কোনও অভ্যন্তরীণ ফ্লাইট আসেনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে ভিজিবিলিটি ভালো হওয়ার পর প্রথমে মাস্কাট ও দুবাই থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলানিউজকে জানান, ভিজিবিলিটি ভালো হওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইটগুলো সোয়া ৯টার দিকে অবতরণ করেছে। তবে ঢাকার ভিজিবিলিটি খারাপ থাকায় অভ্যন্তরীণ ফ্লাইট ডিলে হচ্ছে।