আজ শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

খ্যাতিমান সাবেক বিচারপতির মৃত্যু জানাজায় প্রধান বিচারপতির অংশ গ্রহন

আদালত প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ০৪:২৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

খ্যাতিমান আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি  তাফাজ্জাল হোসেন (টিএইচ) খানের জানাজা ১৭ ই জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১ বাজে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমিতির সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে সমিতির কার্যকরী কমিটি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। বিচারপতি টিএইচ খানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বসেনি। সোমবার সকালে ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আ ইনজীবী এজে মোহাম্মদ আলী ও আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল) টিএইচ খানের মৃত্যুতে শ্রদ্ধা জানানোর বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

তখন প্রধান বিচারপতি বলেন, ‘আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে, সিনিয়র আইনজীবী টিএইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ পরিচালনা করা হবে না।

 

 



সবচেয়ে জনপ্রিয়