আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ক্যাম্প থেকে ১৫ অস্ত্রের সঙ্গে চার লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : রবিবার ৩ জুলাই ২০২২ ০৭:০৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের উখিয়ায় ১৫টি রোহিঙ্গা ক্যাম্প থেকে গেলো ছয় মাসে চার লাখ পিস ইয়াবা ও ১৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং কথিত রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা'র ৪১৪ সদস্য ও সাতটি হত্যা মামলার ২৯ জন আসামিসহ এক হাজার ৪১৬ জন রোহিঙ্গা নারী পুরুষকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

এপিবিএন সূত্রে জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উখিয়ার ১৫টি রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনটি বিদেশি পিস্তল, ১২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগজিন, ২০০ এর অধিক বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সংক্রান্ত ঘটনায় ১৫টি অস্ত্র মামলায় ১৯ জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। ক্যাম্প এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ৫২ জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে ১০টি ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তিন লাখ ৯৩ হাজার ৫১৯ পিস ইয়াবা, তিন কেজি ৬৯ গ্রাম গাঁজা, ১৮৮ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি, ছয় হাজার ২৫৪ লিটার চোলাইমদ ও মাদক ক্রয় বিক্রয়ের ৯ লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্ত ১৫৪টি মামলায় ২০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। 

২২৬ গ্রাম স্বর্ণ, ৩২১ মণ চাল, ৩০ মণ চিনি, ১৮২৩ লিটার সয়াবিন তেল, ৮১৪ কেজি ডাল, ২০ মণ  সুজিসহ আরও বিভিন্ন চোরাচালান পণ্য আটকের ঘটনায় ৫৬১ জন রোহিঙ্গাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ লাখ এক হাজার ৩০০ টাকা জরিমানা করা হয় এবং ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 

১৪-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত মাদক ও অন্যান্য অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে এপিবিএন কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।