আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

কোনো ষড়যন্ত্রই গণমানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন করা যাবে না : সামশুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২০ ডিসেম্বর ২০২৩ ০৭:৪০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, কোনো ষড়যন্ত্রই আমাকে গণমানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমৃত্যু আর্তমানবতার সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আন্তরিকতায় পটিয়ায় গত ১৫ বছরে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আরো দুই হাজার কোটি টাকার কাজ পাইপ লাইনে আছে। আগামীতে বাংলাদেশের মধ্যে পটিয়া উপজেলা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী তাঁকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আবেদন জানান।

১৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগরীতে বসবাসরত শোভনদন্ডী ইউনিয়নের অধিবাসীদের সাথে মতবিনিময়কালে হুইপ সামশুল হক এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আলীমের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার ওমর সুলতান চৌধুরী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, ইঞ্জিনিয়ার আবদুল মালেক, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, মাস্টার ব্রজহরি চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর খালেদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মুছা, এম.এ. কবির, সমাজসেবক হারুনুর রশিদ, অধ্যাপক জিল্লুর করিম, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, সমাজসেবক মো. মীর কাশেম, মো. দিদারুল ইসলাম, মো. এরশাদুল আলম, মোজাম্মেল হক মোজাম, ব্যাংকার আলমগীর হোসেন, শের আলী, পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, শোভনদন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবায়েত প্রমুখ।



সবচেয়ে জনপ্রিয়