আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় ২ হাজার প্রান্তিক কৃষক পেল ধানের বীজ ও সার

কুতুবদিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:৪১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

কক্সবাজারের কুতুবদিয়ায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।

 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো ২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষক বিনামূল্যে ৫ কেজি করে উফশী বোরো ধানের বীজ এবং ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানসহ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, বোরো ২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষক বিনামূল্যে উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে, সরকারের এই প্রণোদনা প্রকৃত প্রান্তিক কৃষকদের বাছাই করে বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।



সবচেয়ে জনপ্রিয়