আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১

কুতুবদিয়ায় বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১ জুন ২০২২ ০৪:৫৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

"বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি" এই স্লোগানে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে কুতুবদিয়া থানার উদ্যোগে লেমশীখালী ইউনিয়ন পরিষদের হলরুমে বিট পুলিশিং ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার। 

বিট পুলিশিং সভায় লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক মোঃ জিয়া উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক মোঃ রতন মিয়া বক্তব্য রাখেন। 

উক্ত বিট পুলিশিং সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দ্বোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কুতুবদিয়া থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবাকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে কুতুবদিয়া থানা পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত আছে তা বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।