সন্দ্বীপ উপজেলা কালাপানিয়া ইউনিয়ন জুড়িধন পাড়া মিনিবার ফুটবল ফাইনাল ২০২৫ গতকাল কাটঘর গোলাম নবী উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েেছে
মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে রাকিব একাদশ আমানউল্যা।
টুর্নামেন্টটি আয়োজন করেছিল সন্দ্বীপ উপজেলার জুড়িধন পাড়া সমাজ, যেখানে স্থানীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারেনি। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে রাকিব একাদশ আমানউল্যা ও সোনালী সংঘ সীতাকুণ্ড । নির্ধারিত সময়ে গোল শূন্য খেলা সমতায় শেষ হয়। পরবর্তীতে ট্রাইবেকারে রাকিব একাদশ আমানউল্যা ৫-৪ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল ম্যাচটি ছিল দর্শকের করতালিতে মুখরিত। খেলোয়াড়দের দক্ষতা ও উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো মাঠে উপস্থিত দর্শকদের মন জয় করে।
ফাইনাল শেষে অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার লুৎফুর কবির এর সভাপতিত্বে আয়োজন কমিটির সাধারন সম্পাদক মাষ্টার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন - মাওলানা হালিম উল্ল্যাহ,প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক পুষ্পেন্দু মজুমদার, মিজানুর রহমান মাহি,মো: শাহাদাত,শিবংকর মজুমদার,প্রদীপ শীল,কানাই শীল,মানিক মজুমদার সহ হাজার হাজার দর্শক।
আয়োজক কমিটি বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন।
উক্ত ফাইনাল ম্যাচ পরিচালনা করেন সন্দ্বীপের বিশিষ্ট খেলোয়াড় মামুন উদ্দিন ফিগো - সহকারি হিসেবে ছিলেন- রাকিব সাকিব ও মো: তারেক,চতুর্থ রেফারি ছিলেন ইমরান হোসেন রকি।