আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান

মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী : | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ০৭:১৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

২য় দিনের মতো কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদেরকে করোনা টিকা প্রদান করা হয়েছে।

 

আজ (৯জানুয়ারী) রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ঘোষিত করোনা টিকা প্রথম ডোজ কার্যক্রমে বড় উঠান ৯ নং ওয়ার্ডে এইচ এ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং চরপাথরঘাটা ইউনিয়ন এ অবস্থিত আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রদান হয়েছে। 

 

উল্লেখ,সারা দেশের ন্যায় কর্ণফুলী উপজেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গত শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়। 

 

উপজেলার কালার পোল হাজী ওমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী। 

 

এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র, কালার পোল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মহি উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু অমল কান্তি। 

 

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সরকার সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে টিকা দান কর্মসূচি উদ্বোধন করছে সেই কার্যক্রমের অংশ হিসেবে কর্ণফুলীর প্রতিটি মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক স্কুল টিকা কার্যক্রম উদ্বোধন ঘোষণা করছি, আমি আশা প্রকাশ করছি কর্ণফুলীর কোনো শিক্ষার্থী এ কার্যক্রম থেকে বাদ পড়বে না। 

 

এছাড়াও চরপাথরঘাটা ইউনিয়নের আজিম-হাকিম স্কুল এন্ড কলেজেও একই দিনে টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়