আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

কর্ণফুলী প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২০ নভেম্বর ২০২৩ ০৯:০০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের কর্ণফুলীতে নাশকতা ও গাড়ি পোড়ানো মামলার অন্যতম আসামি যুবদল নেতা মো. শওকতকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। 

 

রবিবার (১৯ নভেম্বর) নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

গ্রেফতারৃত শওকত শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের শাক খাইয়ের বাড়ির মনু মাঝির ছেলে। কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। 

 

র‍্যাব জানান, শওকত কর্ণফুলীতে নাশকতা ও গাড়ি পোড়ানো মামলার প্রধান আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপন করে ছিলেন। পরে অভিযান চালিয়ে চাক্তাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ, গত ১ নভেম্বর অবরোধ চলাকালীন সময় কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর -০৩।



সবচেয়ে জনপ্রিয়