আজ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

কর্ণফুলী উপজেলায় কমিউনিটি পুলিশিং ফোরাম এর মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২২ নভেম্বর ২০২১ ০৭:২৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন  বাশখাঁলী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী, কর্ণফূলী উপজেলা ও সংশ্লিষ্ট থানায় বাস্তবায়িত সংশপ্তক - পিস প্রকল্পের আয়োজনে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম এর  মাসিক সভা সভাপতি মোঃ সেলিমউদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মোক্তার আহম্মেদ সঞ্চালনায় চরপাথরঘাটা পাবলিক স্কুলে ২১ নভেম্বর,২০২১ বেলা ৪ঘঠিকায় অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি পুলিশের দায়িত্ব কর্তব্য এবং উগ্রবাদ প্রতিহতকরণে সাধারণ জনগন ও কমিউনিটি পুলিশের ভূমিকা বিষয়ে আলোচনা করেন সংশপ্তক পিস প্রকল্পের  উপজেলা কোর্ডিনেটর মোমেনা আক্তার সাথী। কমিউনিটি পুলিশের কার্যক্রম এবং অপরাদ দমনে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিষয়ে আলোচনা করেন কর্ণফূলী থানা পুলিশের সহকারী পরিদর্শক বেলায়েত হোসেন । সভায় আরো উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার এবং পিস প্রকল্পের ফোকাল  জয়নাল আবেদীন ,প্রোগ্রাম অফিসার মো: নাসির উদ্দীন, সংশপ্তক পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান , মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা সহ দুইজন পুলিশ কনস্টেবল এবং সিপিএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন  পুলিশের সহকারী পরিদর্শক বেলায়েত হোসেন উগ্রবাদ প্রতিহতকরণে এবং মাদক দমনে কিশোর, যুব,নারী ও অভিভাবক (মা,বাবা) কে সকলের অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির পরামর্শ প্রদানসহ অপরাধ দমনে পুলিশের তাৎক্ষণিক সাহায্যের জন্যে ৯৯৯ এ কল দিয়ে অবহিত করার পরামর্শ প্রদান করেন এবং অপরাধ দমনে পুলিশকে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে সহযোগিতা করার মতামত ব্যক্ত করেন। এছাড়াও উক্ত এলাকায় কিশোর গ্যাংসহ সকল গ্যাং সংস্কৃতির বিস্তাররোধ এবং এর থেকে কিশোর, যুবদের সুরক্ষিত ও সচেতন করার নানা কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।উপস্থিত সকলে পিস প্রজেক্ট এর সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্যে সংশপ্তক ও দি এশিয়া ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সাধুবাদ জানান সেই সঙ্গে সমাজের অপরাধ দমনে এই প্রকল্প বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।



সবচেয়ে জনপ্রিয়