আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

কর্ণফুলী আ,লীগের সম্মেলনে দাওয়াত পায়নি ৪ চেয়ারম্যান ও সদস্য!

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : শনিবার ১০ ডিসেম্বর ২০২২ ০২:৪১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের পাঁচ চেয়ারম্যানের মধ্যে চার চেয়ারম্যান ও এক জেলা পরিষদ সদস্য এবং তাদের সমর্থকরা অনুপস্থিত থাকায় নানা প্রশ্নের জন্মদেয়। তাদের অভিযোগ সম্মেলনে তাদের দাওয়াত করা হয়নি। গত শুক্রবার বিকালে কর্ণফুলী উপজেলার এ সম্মেলন সম্পন্ন হয়। তবে এ বিষয়ে সম্মেলন প্রস্ততি কমিটির করো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায় প্রায় ১ লাখ ১৭ হাজার জনসংখ্যা নিয়ে ২০১৭ সালে পাঁচ ইউনিয়ন উপজেলার স্বীকৃতি লাভ করে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার। প্রতিষ্ঠার পর গত ৯ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। গত নভেম্বরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জুলধা ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হক ও চরপাথর ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমদ আওয়ামীলীগের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে নির্বাচন করলে তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে চার চেয়ারম্যানসহ জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ ও তাদের সমর্থকেরা সম্মেলনে উপস্থিত হয়নি। দক্ষিণ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ বলেন আমি দক্ষিণ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অথচ আমাকে একটি ফোন করেও দাওয়াত দেয়নি। বড়উঠান ইপি চেয়ারম্যান দিদারুল আলম বলেন আমরা সম্মেলনে দাওয়াত পায়নি, দাওয়াত পেলে যেতাম। তবে এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোলেমান তালুকদারকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।