আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

কক্সবাজারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন কাল

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৮:০৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন কাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদে আসর থেকে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে ৫ম এই সম্মেলনে দেশ ও বিদেশের খ্যাতনামা ক্বারীগণ কুরআন তিলাওয়াত করবেন। 

বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছেন- শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী (বাংলাদেশ), ক্বারি হামেদ আলযাদেহ (ইরান), শাইখ ত্বহা আল-নো'মানী (মিসর), ক্বারী মুহাম্মদ নাযীর আসগর (ফিলিপাইন), ক্বারী আলী রেযা রেযায়ী (আফগানিস্তান)।

 

স্টেডিয়ামে মহিলাদের জন্য তিলাওয়াত শোনার পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। ক্বিরাত সম্মেলনে আন্তর্জাতিক মানের শিশু ক্বারীদের তিলাওয়াত ও সম্মাননা প্রদান করা হবে। 

মহাগ্রন্থ পবিত্র আল-কুরআনের এই আয়োজনের স্পন্সর করছে আম্মাজান (পাঞ্জাবি এবং শেরওয়ানি), কক্স মেরিন সিটি মেগা শপিং কমপ্লেক্স এবং এনএফ ট্রাভেলস।

 

প্রাতিষ্ঠানিক স্পন্সর হিসেবে থাকছে বীচ ইসলামিক ইন্সটিটিউট। পঞ্চম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।