সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্ল্যাটফর্ম কক্সবাজার সিটি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন সিকদারের সভাপতিত্বে শনিবার (২ জুলাই) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় বৃক্ষরোপন কর্মসুচি পালন, সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন ছিদ্দিক।
তিনি বলেন, লেজুড়বৃত্তি করে সাংবাদিকতা হয়না। পেশাগত কাজে স্বাধীনভাবে লিখতে হবে। নিজেদের প্রয়োজনে সবার একতা হওয়া চাই।
সাধারণ সম্পাদক আব্দুল আলীম নোবেলের সঞ্চালনায় এতে সহ-সভাপতি ইমাম খাইর, সাংগঠনিক সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক সোহাগ, সদস্য এম সাইফুল ইসলাম, নুরুল হক চকোরী, রেজাউল করিম, বিজয় কুমার ধর ও মোহাম্মদ নুর বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, অনুসন্ধানী, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশ করতে গেলে সাংবাদিকদের হামলা-মামলার শিকার হতে হয়। নিজেদের মধ্যে অনেকে অযাচিতভাবে কাদা ছোড়াছুড়ি করে। অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।