কক্সবাজার জেল সুপার মোঃ নেছার আলমকে শরীয়তপুর জেলা কারাগারে বদলী করা হয়েছে।
একই পদে আসছেন পাবনা জেলা কারাগারের সুপার মো. শাহ আলম খান।
বৃহস্পতিবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার স্মারক নং-৫৮.০০.০০০০.০৮৪.১৯.০০২.২২.২৩৫ প্রজ্ঞাপন সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে একই প্রজ্ঞাপনে ১১ জন জেল সুপারকে নতুন কর্মস্থলে বদলী করা হয়েছে।
২০২০ সালের ২২ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে বদলী হয়ে কক্সবাজার জেলা কারাগারে আসেন মোঃ নেছার আলম।
তিনি সুনামগঞ্জে জেলার দিরাই থানার গছিয়া গ্রামের মরহুম ফরিদ উদ্দিনের ছেলে।
১৯৯৯ সালের ১৫ জুলাই ডেপুটি জেলার হিসেবে তিনি যোগ দেন।
জেল সুপার হিসাবে কক্সবাজার জেলা কারাগার মোঃ নেছার আলমের দ্বিতীয় কর্মস্থল।
এখানে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। এ সম্পর্কে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ হয়।