ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত এশিয়া আফ্রিকান এসডিজিস পিস অ্যান্ড জাস্টিস ইন্টারন্যাশনাল কনফারেন্স ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হয় । একসেস টু হিউম্যান রাইটস ( AHRI) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্মেলনের প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এনামুল হক এর সঞ্চালনায় ও একসেস টু হিউম্যান রাইটস ( AHRI) এর ন্যাশনাল চেয়ারপারসন ডক্টর রোকসানা আমির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ভারতের রাষ্ট্রপতি গনের ব্যক্তিগত চিকিৎসক ও পদ্মশ্রী পদপ্রাপ্ত ভারতরত্ন শ্রী বিজয় কুমার শাহ , অনুষ্ঠানের সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার মিয়ামি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডঃ জেসিকা আশে (DR JESSICA ASHE) , রাশিয়ান বিজ্ঞানী প্রফেসর ডঃ এল গোমা, ভারত থেকে আগত যুব ও সামাজিক ব্যবসা সংক্রান্ত বহুবিধ বইয়ের লেখক ডঃ সুরেশ শর্মা, ভারতীয় কোচবিহার রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক নেত্রী প্রিয়ংকা নিউগী সহ আমেরিকা , ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের ১৪ টি দেশের সম্মানিত অতিথি , বক্তা এবং ডেলিগেট আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার , ব্যাংকার, সামাজিক সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার রিসোর্স পারসন সহ ২০০ জনের অধিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কে বিভিন্ন পর্বে ভাগ করা হয়। অনুষ্ঠানটিকে বিভিন্ন পর্বে ভাগ করা হয়। ১. আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ২. শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ ৩. দূর্নীতি প্রতিরোধে করণীয় এবং ৪. সর্বত্র সহিংসতা রোধ করন। এসব বিষয়ে আলোচনা করেন কী নোট স্পিকারগণ। অনুষ্ঠানের আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় রিসার্চ পার্সন ডক্টর সুরেশ শর্মা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ পারভেজ তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, মাদাম বিবির হাট শাহজানিয়া উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট সামাজিক সংগঠক ও মানবাধিকার নেত্রী মিসেস মমতাজ রোকসানা। উক্ত চতুর্থ পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শাহরিয়ার হাসান। অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে অবদানের জন্য ASIA AFRICAN SDGs Peace Star Award -2022 প্রদান করেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন সংগঠন একসেস টু হিউম্যান রাইটস ( AHRI)। পদকপ্রাপ্তরা হলেন- আমেরিকার মিয়ামি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডঃ জেসিকা অ্যাশে, পদ্মশ্রী পদকপ্রাপ্ত ভারতরত্ন শ্রী বিজয় কুমার শাহ, যুব ও সামাজিক ব্যবসা সংক্রান্ত বহুবিধ বইয়ের লেখক ডঃ সুরেশ শর্মা, ভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক নেত্রী প্রিয়ংকা নিউগী, AHRI এর ন্যাশনাল চেয়ারপারসন রোকসানা আমির, AHRI এর ভাইস প্রেসিডেন্ট আবু জাফর, সুমন বড়ুয়া এবং সেক্রেটারি জেনারেল আব্দুল হাই সেলিম, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ন্যাশনাল কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ ইলিয়াস সিরাজী, রাঙ্গামাটি কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার, মানবাধিকার নেত্রী মমতাজ রুকসানা প্রমুখ। এছাড়াও কী নোট বিষয়গুলোর ওপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার স্বীকৃতিস্বরুপ বিভিন্ন সংস্থার প্রধানদের পদক প্রদান করা হয়। AHRI এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং সম্মেলনের প্রধান সমন্বয়ক ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ, দূর্নীতি প্রতিরোধে করণীয় এবং সর্বত্র সহিংসতা রোধ করনে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে দীর্ঘ ১৪ বছর কাজ করে যাচ্ছে AHRI । সেই ধারাবাহিকতায় আমরা দেশব্যাপী শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সেমিনারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করছি। সমন্বিত প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি কাউন্সিলিং ব্যবস্থা চালু করেছি। তবে সমাজ থেকে এসকল বিষয়ে প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।