বঙ্গোপসাগরের মহেশখালীর ধলঘাটা পয়েন্টের দক্ষিণে হাঁসের চর এলাকায় দুটি ড্রেজার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (৮ জুন) সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও শুক্রবার (১০ জুন) জানাজানি হলে তোড়জোড় শুরু হয় সংশ্লিষ্ট মহলে।
নিখোঁজ শ্রমিকরা হলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো. রমজান আলী (৫৩)।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ো হাওয়ায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টায় দুটি ড্রেজার ডুবে যায়। সেখানে থাকা তিন শ্রমিক সাঁতার কেটে টাগবোটে উঠলেও অপর দুই শ্রমিক নিখোঁজ হন।
নিখোঁজ দুই শ্রমিক মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্ব থাকা হাডসনের ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান এ বিষয়ে বলেন, তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করছিল। প্রকল্পে বালু আনলোডিংয়ের কাজ শেষ হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৪টায় পাঁচজন শ্রমিক নিয়ে দুইটি ড্রেজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কুহেলীয়া নদীতে যাচ্ছিলেন।
কিন্তু সন্ধ্যায় ৭টার দিকে ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসের চর সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ওই দুটি ড্রেজার ডুবে যায়। এ সময় শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে অপর একটি টাগবোটে উঠলেও সাজ্জাদ হোসেন ও রমজান আলী নিখোঁজ হন।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এসএম আবু হায়দার বলেন, দুই শ্রমিক নিখোঁজ থাকায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। কয়লা বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা যদিও বলছেন তাদের খোঁজা হচ্ছে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না দাবি করে এলাকাবাসী মানববন্ধন করার উদ্যোগ নিচ্ছে বলে জেনেছি।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন বলেন, দুটি ড্রেজার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে বৃহস্পতিবার সকাল থেকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তৎপরতা চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত (শনিবার সকালেও) তাদের সন্ধান মেলেনি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, নানাভাবে ঘটনাটি জানলেও এ বিষয়ে থানায় কেউ লিখিত দেয়নি। লিখিত পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।