আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

আলীকদম উপজেলার ৪ ইউনিয়নে চলছে ভোট গ্রহন চলছে

বেলাল আহমদ,আলীকদম থেকে: | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ১০:১০:০০ পূর্বাহ্ন | জাতীয়

বান্দরবানের আলীকদম উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন চলছে। তৃতীয় ধাপের উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে আলীকদম চৈক্ষ্যং, সদর, নয়াপাড়া, কুরুকপাতা ইউনিয়ন।রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়। আলীকদম সদর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্য বহিষ্কৃত উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী। এছাড়া আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মোহাম্মদ বাদশা মিয়া। চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফেরদৌস রহমানের প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়াম্যান পদে লড়ছেন বিএনপির নেতা জয়নাল আবেদীন। নয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফোগ্য মার্মার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দীন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন। কুরুকপাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ক্রাতপুং ম্রোর প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খামলাই ম্রো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানান, উপজেলার মোট ভোটার ৩০ হাজার ৭৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪ শত ৬২ এবং মহিলা ভোটার ১৫ হাজার ৩ শত ১৬ জন। আলীকদম সদর ইউনিয়নে পুরুষ ভোটার ৫ হাজার ৫ শত ১৫ জন, মহিলা ভোটার ৫ হাজার ৩ শত ৪৫ জন। চৈক্ষ্যং ইউনিয়নে পুরুষ ভোটার ৪ হাজার ২ শত ৬০ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৪ শত ০২ জন। নয়াপাড়া ইউনিয়নে পুরুষ ভোটার ২ হাজার ৬ শত ৭০ জন এবং মহিলা ভোটার ২ হাজার ৭ শত ৭০ জন। কুরুকপাতা ইউনিয়নে পুরুষ ভোটার ৩ হাজার ০ শত ০৮ জন এবং মহিলা ভোটার ২ হাজার ৭ শত ৯৯ জন। আলীকদমে ৪ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৩৬ টি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৩ জন মেম্বার। এর মধ্যে ১ জন সংরক্ষিত মহিলা মেম্বার রয়েছেন। উপজেলা রির্টানিং কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন,শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে।চার ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ২৩ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সদরে ৬টি, চৈক্ষ্যং ৬টি, নয়াপাড়া ৯টি, কুরুকপাতা ২টি। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল বলেন, সুষ্ঠু,অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচন শেষ করতে কাজ করছে প্রশাসন।