আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

আর্ত মানবতার সেবায় ১১৬ বছর ধরে কাজ করেছে রোটারি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২২ নভেম্বর ২০২১ ০৭:১৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮২ টিআরএফ সেমিনারে বক্তারা বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারি টিআরএফ এর মাধ্যমে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন খাতে সেবা প্রদান করা হচ্ছে। বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে সামাজিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৬ বছর ধরে অসংখ্য কাজ করেছে রোটারি।   

গতকাল (২০ নভেম্বর) শনিবার চট্টগ্রাম ক্লাব লিমিটেডে হল রুমে অনুষ্ঠিত হয়েছে। রোটাঃ পিপি ওয়াহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এডিঃ লে.গভর্নর জিন্নাহ চৌধুরী ও পিপি সামিনা ইসলাম এর  পরিচালনায় সেমিনারের প্রধান অতিথি ছিলেন রোটারী ইন্টারন্যাশনালের ডিরেক্টর (২০১৯-২১) ও আরআই ডিস্ট্রিক্ট-৩২৫০ (ভারত)এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান কামাল সাংভি। 

সেমিনারে রোটারী ফাউন্ডেশনের নানা দিক পর্যালোচনা ও বাংলাদেশে রোটারীর বিভিন্ন সাহায্য-সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। প্রথম সেসনে দুই শতাধিক  রোটারিয়ান এর উপস্থিতিতে রোটারি ইন্টারন্যাশনালের জেলা ৩২৮২ এর গভর্নর রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সূচনা হয়। সেমিনারের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন এআরপিক পিডিজি লে. কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর, প্রধান অতিথির জীবনী পাঠ করেন জেলা গভর্নর ইলেক্ট রোটারিয়ান রোহেলা খান চৌধুরী, এবছর জেলার লক্ষ্য নিয়ে জানান জেলা নির্বাহী সচিব রোটাঃ পিপি সানিউল ইসলাম জুয়েল। আগত অতিথি দের পরিচয় করিয়ে দেন পিপি মাহফুজুল হক। দ্বিতীয় বিজনিস সেসনে আলোচনা করেন এআরপিক পিডিজি লে. কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর,এআরএফসি পিডিজি অধ্যপক ড. তৈয়ব চৌধুরী, আরআরএফসি পিডিজি ড. মীর আনিসুজ্জামান একেএস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা গভর্নর ইলেক্ট রোহেলা খান চৌধুরী, জেলা গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিডিজি এম এ আউয়াল, পিডিজি এম এ আহাদ,  পিডিজি  এ,কে এস মেম্বার সুফী মিজানুর রহ মান, পিডিজি ড. মীর আনিসুজ্জামান, পিডিজি দিল নাশি মহসেন, পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। পিপি শীরিন আনিস,ডি,পি, এল, মুনমুন আফরোজ।



সবচেয়ে জনপ্রিয়