আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
কর্ণফুলীতে নির্বাচনী জনসভায় জাবেদ

আমার হাত দিয়ে অন্যায় হলে সেদিন থেকে রাজনীতি ছেড়ে দিব

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ ০৭:০২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আ.লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,আমি কখনো অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দিইনি। আর যেদিন থেকে আমার হাত দিয়ে অন্যায় হব শুনব সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে দিব। 

 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কর্ণফুলীর দৌলতপুর নাছির কনভেনশনের মাঠে বড়উঠান ইউনিয়ন আ. লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, বিএনপি জামাত সাধারণ মানুষের রাজনীতি করে না।  তারা নিজেরাই ক্ষমতায় আসার রাজনীতি করে। আওয়ামী লীগের আমলে অনেক উন্নয়ন হয়েছে। তবে জিনিসপত্রের দাম বেড়েছে এটা সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রীরও কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই সমস্যা সমাধান হবে। 

 

তিনি বলেন, বাংলাদেশে ১১টি মডেল ফায়ার সার্ভিসের মধ্যে একটা কর্ণফুলীতে। দক্ষিণ চট্টগ্রামের মধ্যে কর্ণফুলী উপজেলা সবচেয়ে সেরা উপজেলা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মের নতুন ভোটারদের জীবনের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে নৌকায় দেওয়ার আহবান জানান তিনি। 

 

সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থনে বড়উঠান ইউনিয়ন আ.লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চলনায় এতে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। 

 

এছাড়াও এতে বক্তব্য দেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি,কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, সাজ্জাদ আলী খান মিঠু, জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম,কর্ণফুলী উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।



সবচেয়ে জনপ্রিয়