আপিল বিভাগে নতুন করে নিয়োগ পেয়েছে ৪ বিচারপতি এই নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা এখন প্রধান বিচারপতি সহ মোট ৮ জন। হাইকোর্ট বিভাগ থেকে আপীল বিভাগে বিচারপতি পদে ৪ জনকে মহামান্য রাষ্ট্রপতি ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে নিয়োগ প্রদান করেছেন। ৯ই ডিসেম্বর রবিবার দায়িত্ব প্রাপ্ত সচিব মো.গোলাম সরওয়ারের স্বাক্ষরের মাধ্যমে প্রজ্ঞাপনে জারি হয়ে এই নিয়োগ কার্যকর হয়।আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত ৪ জন বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন,বিচারপতি এম এনায়েতুর রহিম,বিচারপতি এফ আর এম নাজমুল আহসান,বিচারপতি কৃঞ্চা দেবনাথ।
আগে থেকে আপিল বিভাগে আছেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান ননী,বিচারপতি ওবায়দুল হাসান,বিচারপতি ইমাম আলী স্যার (ব্যক্তিগত কারণ দেখিয়ে মার্চ ২০২২ পর্যন্ত ছুটিতে আছেন)। আপিল বিভাগে নতুন নিয়োগ প্রাপ্ত ৪ বিচারপতির মধ্যে , বিচারপতি বোরহান উদ্দিন চট্টগ্রামের সন্তান।তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন এর বড় ভাই। আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়াই বড় ভাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়াউদ্দিন।